আলিপুরদুয়ার (Alipurduar)জেলার কুমারগ্রাম ব্লকের মারাখাতায় একটি শিশু উদ্যানের কাজের শিলান্যাস করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার।মঙ্গলবার শিলান্যাস করে সভাধিপতি শীলা দাস সরকার জানান আলিপুরদুয়ার জেলা পরিষদের উদ্যোগে ও আর্থিক সহায়তায় এই শিশু উদ্যানটি নির্মিত হবে। এটি নির্মিত হলে এলাকার শিশুদের খেলাধূলার সুবিধা হবে। পাশাপাশি শিশুদের দৈহিক ও মানসিক বিকাশে সহায়ক হবে এই শিশু উদ্যানটি। উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিপ্লব নার্জিনারি, রাজবংশী ভাষা উন্নয়ন পর্ষদের সদস্য ধীরেশ চন্দ্র রায় সহ এলাকার বিশিষ্টজনেরা। জেলা পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
Alipurduar: শিশু উদ্যানের কাজের শিলান্যাস করলেন জেলা পরিষদের সভাধিপতি
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার