সোমবার শিলিগুড়ির (Siliguri)মাটিগাড়া ব্লকের নিমাইজোত গ্রামে মাটি কাটার সময় মাটি চাপা পড়ে মৃত্যু হয় তিনজনের আহত হন একজন। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদের বাড়ি গিয়ে সান্তনা দেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহত ব্যক্তি ও তার পরিবারের লোকদের সাথেও কথা বলেন। মঙ্গলবার বিকালে মেয়র গৌতম দেব মৃতদের পরিবারের সদস্যদের হাতে তুলে দিলেন রাজ্য সরকারের দেওয়া পরিবার পিছু দুই লক্ষ টাকার চেক। তিনি জানান আহত ব্যক্তির চিকিৎসার ব্যয় ও সরকারি ভাবে নির্বাহ করা হবে।
Siliguri: মাটি চাপা পড়ে নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হলো রাজ্য সরকারের আর্থিক সহায়তা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি