সকালবেলা দুঃসংবাদ। (Satish Kaushik) বলিউডের নক্ষত্রপ্রয়াণে সকলের মনই ভারাক্রান্ত। জানা গেছে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই হৃদরোগো আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন সতীশ কৌশিক। মৃত্যুকালে অভিনেতা বয়স হয়েছিল মাত্র ৬৬ বছর।
হাসিখুশি প্রাণখোলা অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া গোটা বলিউডে
অভিনেতার (Satish Kaushik) আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া গোটা বলিউডে জুড়ে । এখনও যাওয়ার সময় হয়নি, আরও অনেক কিছু করার ছিল সতীশের । অভিনেতার প্রয়াণে স্তব্ধ তার পরিবার ও আত্মীয় স্বজন।
হোলি পার্টিতে চুটিয়ে রং খোলা
জাভেদ আখতারের হোলি পার্টি যে জীবনের শেষ হোলি সেটা হয়তো কখনো ভাবতে পারেননি এই কৃতি অভিনেতা । (Satish Kaushik) আসলে জীবন যে ভীষণই অনিশ্চিত। আর সেটাই যেন ঘটে গেল সতীশের সঙ্গে। জাভেদের বাড়ির হোলি পার্টিতে চুটিয়ে রং খেলেই বৃহস্পতিবার অর্থাৎ ৯ মার্চ ভোর রাতেই চলে গেলেন বলিউডের স্বনামধন্য অভিনেতা সতীশ কৌশিক। হাসিখুশি প্রাণখোলা মানুষের এই অকাল প্রয়াণ কোনওভাবেই যেন মেনে নিতে পারছেন না তার সহকর্মী থেকে অনুরাগীরা।পরিচালক ও অভিনেতা হিসেবে সতীশ কৌশিক জনপ্রিয় ছিলেন মানুষের কাছে। বিশেষত তার কমেডি অভিনয় তাকে তুমুল জনপ্রিয় করে তুলেছিল। পরিচালক হিসেবেও একাধিক হিট ছবি উপহার দিয়েছিলেন তিনি। তার দিলখোলা দরাজ হাসি আজীবন মানুষের মনে তাকে অমর করে রাখবে। অভিনেতার যে কখনো মৃত্যু হয়না।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper