বৃহস্পতিবার , জুলাই 31 2025
Breaking News

INTTUC: আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানে গেট মিটিং আই এন টি টি ইউ সি ‘র

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

INTTUC: আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানে গেট মিটিং আই এন টি টি ইউ সি 'র চা বাগান (INTTUC) শ্রমিকদের স্বার্থে ষোলো দফা দাবি জানিয়ে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানে গেট মিটিং করলো তৃণমূল প্রভাবিত ট্রেড ইউনিয়ন আই এন টি টি ইউ সি।(INTTUC) তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বারা ওঁরাও জানান ষোলো দফা দাবিতেউত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে গেট মিটিং করার কর্মসূচি গ্রহন করা হয়েছে।

(INTTUC) সোমবার ও মমঙ্গলবার দুদিন এই কর্মসূচি চলবে। দাবি গুলির মধ্যে অন্যতম কয়েকটি হলো চা বাগানের স্বাস্থ্যকেন্দ্রে কোনো হাতুড়ে চিকিৎসক রাখা চলবেনা, ন্যূনতম এম বি বি এস চিকিৎসক রাখতে হবে, ডাবলির পাতা তোলার কেজি প্রতি রেট সাড়ে তিনটাকা থেকে বাড়িয়ে দশ টাকা করতে হবে, রান্নার গ্যাস অথবা জ্বালানী কাঠ বিনামূল্যে দিতে হবে, চাকরির বয়স সীমা৷ আটান্ন থেকে বাড়িয়ে ষাট বছর করতে হবে। মঙ্গলবার জেলার রহিমাবাদ, ধওলাঝোড়া, গ্যাড়গেণ্ডা, কালচিনি, প্রভৃতি চা বাগানে গেট মিটিং হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।