আলিপুরদুয়ার (Air rifle shooting Competition) দুই নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রামের যুবক রাকেশ শীল শর্মা জাতীয় স্তরের এয়ার গান শুটিং প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে সবাইকে চমকে দিয়ে উজ্জ্বল করলেন উত্তরবঙ্গের মুখ।(Air rifle shooting Competition) এর আগে তিনি দুবাইতে আন্তর্জাতিক স্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছিলেন । নিতান্ত সাধারন পরিবারের যুবকশুধুমাত্র অধ্যবসায় আর অনুশীলনের জোরে প্রত্যন্ত গ্রাম থেকে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ গ্রহন করার সুযোগ পেয়েছেন।
মহারাষ্ট্রে আয়োজিত হয় এই প্রতিযোগীতার আসর। সোমবার মহারাষ্ট্র থেকে রাকেশ তার সফলতার খবর দিয়ে বলেন রাজ্য বা কেন্দ্রীয় সরকার সহযোগিতা করলে তিনি আরও ভালো ফল করতে পারতেন। মহারাষ্ট্র বা দুবাইতে যাবার জন্য তাকে বিভিন্ন ব্যক্তি আর্থিক সহায়তা প্রদান করেছেন। তার স্বপ্ন আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশ গ্রহন করে দেশের মুখ উজ্জ্বল করা। কিন্তু সরকারী সহযোগিতা ছাড়া তা অসম্ভব। প্রচারের আলো তার উপর পড়েনা কারন তিনি প্রত্যন্ত গ্রামে থাকেন। জানা গেছে জাতীয় স্তরের এয়ার গান শুটিং প্রতিযোগিতায় উত্তরবঙ্গ থেকে রাকেশ প্রথম সুযোগ পেয়েছেন। রাকেশের এই সাফল্যে গর্বিত আলিপুরদুয়ার জেলা সহ উত্তরবঙ্গবাসী।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper