জলপাইগুড়ি (Jalpaiguri) রাজগঞ্জ করোতোয়া পাড়ের নববর্ষের প্রথম দিন উজ্জাপন হয় “তিস্তা বুড়ির, ভ্যালা ভাষানের মধ্য দিয়ে। (Jalpaiguri) এবছরেরও তার ব্যাতিক্রম হল না রাজগঞ্জের কালীনগর, ভদ্রেশ্বর, কৈমারি, হুদুগছ, টেপেরাভিটা সরকার পাড়া ও মদনেরবাড়ি এলাকায়। এলাকার মহিলারা এই পুজো করে থাকে ধর্মীয় বিশ্বাস রেখে। মূলত বাড়ির মহিলারাই এই পুজো করে থাকে। যে জোগারি তাদের বাড়িতে নিরামিষ ভোজন ও তুলশি তলায় পুজো তিন আগে থেকে! পরে পয়লা বৈশাখের দিন কলাগাছের খোল ও ফুল দিয়ে ভ্যালা (ভুরা ) বানিয়ে সেই ভুরায় সাথে তিস্তা বুড়ি ও অনেকদেবদেবীর নামে খই গুড় কলা দুধ গঙা জল ফুল বেলপাতা দিয়ে পূজো বিকেল বেলা করোতোয়া নদীর পাড়ে! পরে মহিলারা সেই ভুড়া প্রসাদসহ নদীর জলে ভাসিয়ে দেয়। এখন সেই প্রসাদ একমাত্র ছেলেরাই খেতে পারবে এই বিশ্বাস রাখা। ছেলের সে প্রসাদ তুলে নিয়ে, ভুরা আবার ছেড়ে দেয়। পাড়ের ঝুরিতে রাখা প্রসাদ অবশ্য সকলে খায়,। মহিলা তাদের নিজ নিজ বাড়ির সুখ শান্তি ও মঙ্গল কামনা করে ধর্মীয় বিশ্বাস রেখে ” মা”তিস্তা বুড়ির ভুরা ভাসান এই উত্তরের পবিত্র করোতোয়ায়।
Jalpaiguri: বাংলা বছরের প্রথম দিনে তিস্তা বুড়ির ” ভ্যালা ভাষান উত্তরের পবিত্র করোতোয়ায়
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper