তীব্র দাহ উপেক্ষা করে জলপাইগুড়িতে “দিদির সুরক্ষা কবচ ” (Didir Suraksha Kawach) কর্মসূচির, নগরে একদিন প্রচারকার্যে পালন করল তৃণমূল কংগ্রেস জেলা তৃনমূল চেয়ারম্যান খগেশ্বর রায়ে উপস্থিতিতে। (Didir Suraksha Kawach) প্রথম দলীয় কর্মীদের নিয়ে জলপাইগুড়ি পৌরসভার যোগমায়া কালীবাড়ি পরিদর্শন করে, ও আচার সংস্কৃতি মেনে পূজো প্রার্থনা ও আশির্বাদ সারেন নেতৃত্ব।
বিশেষ পর্বে (Didir Suraksha Kawach) জলপাইগুড়ি সদর হসপিটালে পরিদর্শন করেন। স্থানীয় সমস্যা গুলি নিয়ে স্থানীয় মানুষের কাছে কথা বলে জানতে চেষ্টা করেন এবং সমাধানের বিষয়ে আলোপাত করেন। সরকারের উন্নয়নের প্রকল্পগুলি জনসাধারণ পাচ্ছে কিনা এবং কতটা লাভবান হচ্ছে সে দিকটিও তুলে ধরেন! প্রশাসনিক ব্যাবস্থা আরও সুদৃঢ় ও মজবুতি করনের কথা বলেন।
মধ্যাহ্নে দলীয় কর্মকর্তা ও সাধারণ মানুষের সাথে মধ্যাহ্নভোজ সারেন নেতৃত্ব। যার ফল স্বরুপ সাধারণ মানুষের সাথে আত্তিক সম্পর্ক গড়ে ওঠে।পরে পৌরসভাতে “নগরে একদিন ” কর্মসূচি হিসেবে আলোচনা সভায় নেতৃবৃন্দ, পৌর প্রতিনিধি, ও কর্মকর্তারা প্রশাসনিক ক্ষেত্রে জনসাধারণের যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সে বিষয়ে কথা বলেন।
বিকেলে রাজবাড়ী পার্কে একটি জন সভায় বক্তব্য রাখেন নেতৃত্ব। খগেশ্বরবাবু তার বক্তব্য বলেন, আমি দিদির সৈনিক ও অভিসেক আমার নেতা, আমরা দিদির দূত হিসেবে সাধারণ মানুষের কল্যানে নিজেদেরকে নিয়োজিত করেছি। তার স্বতঃস্ফূর্ত প্রতিফলিত হচ্ছে “দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। জলপাইগুড়ি ব্লক সভাপতি তপন ব্যানার্জী সরকারের পরিসেবা ও উন্নয়ন সম্পর্কে বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন পৌরমাতা জলপাইগুড়ি পাপিয়া পাল সহ অন্যান্যরা।
অন্য দিকে ” দিদির সুরক্ষা কবচ ” কর্মসূচির অঙ্গ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে দিদির দূত জনসংযোগ সারল ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস। ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের ২০/১৬৭ বুথে। স্থানীয় সমস্যা ও সরকারের প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌছচ্ছে সে বিষয়ে কথা বলেন। উপস্থিত ছিলেন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায়, ক্রান্তি পঞ্চায়েত সভাপতি পঞ্চানন রায় ও অঞ্চল নেতৃত্ব।