মুন্ডশ্বরীর তীব্র স্রোতে হুড়মুড়িয়ে ভেঙে (AMTA) পড়লো হাওড়ার দ্বীপ অঞ্চল আমতার পাশের এলাকা ভাঁটোরা অঞ্চলের মাড়োখানার বাঁশের সাঁকো।(AMTA)এরফলে দ্বীপ এলাকার সঙ্গে হুগলীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল মঙ্গলবার থেকে।জানা গিয়েছে মুন্ডেশ্বরী নদীর বুক থেকে পলি তোলার কাজ শুরু হবে শীঘ্রই। কিন্তু বোরো চাষের জন্য সেই জল অস্থায়ী বাঁধ দিয়ে রেখেছিল হুগলী পয়েন্ট। মঙ্গলবার সকালে সেই বাঁধ কেটে দেওয়া হয়।জমা জল হুহু করে ঢুকে মুন্ডেশ্বরীর উপর দীর্ঘ তিরিশ মিটার বাঁশের শক্তপোক্ত সাঁকো ভেঙে পড়ে।এরফলে বিপাকে পড়লো দ্বীপ এলাকা ছুঁয়ে দ্রুত আরামবাগ পয়েন্ট যাওয়া হাজারো মানুষ।
প্রসঙ্গত এই ঘাটটি হাওড়া জেলা পরিষদের নিয়ন্ত্রনাধীন। স্রোতের প্রকৃতি বুঝতে পেরে মঙ্গলবার থেকেই এই ঘাট সাঁকো দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ভাঁটোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক গায়েন।বিষয়টি নিয়ে আমতা দুই পঞ্চায়েত সমিতির সহসভাপতি দিলুয়ার হোসেন মিদ্যা জানান,”স্রোত না কমলে কিছু করা যাবে না।আপাতত নৌকায় পারাপার করতে হবে”।তবে কুলিয়া স্রোতের চাপ বাড়ছে বলে জানান তিনি।