বৃহস্পতিবার , আগস্ট 7 2025
Breaking News

TMC Jalpaiguri: ক্রান্তিতে তৃণমূলে যোগদান, বিজেপিতে ভাঙ্গন

রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি

TMC Jalpaiguri: ক্রান্তিতে তৃণমূলে যোগদান, বিজেপিতে ভাঙ্গন বুধবার জলপাইগুড়ির (TMC) ক্রান্তি বিধানসভায় ধরা পড়ল এক উলট পুরাণ চিত্র।রাজ্যের যেখানে প্রতিদিন তৃণমূল কংগ্রেস সমর্থক বিজেপি ও সিপিএমে যোগদিচ্ছে ক্রান্তি বিধানসভার মৌলানির ২০/২৫০ নং বুথে অন্য ছবি, জানা যায় এদিন বিজেপির ৭ পরিবারের মোট ৩৫ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ক্রান্তি তৃণমূল সভাপতি মহাদেব রায়। উপস্থিত ছিলেন ক্রান্তি ব্লক সাধারণ সম্পাদক আফিজদ্দিন আহমেদ, মৌলানি অঞ্চলের সভাপতি উপেন রায় সহ অন্যান্য নেতৃত্ব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।