শুক্রবার , অক্টোবর 10 2025
Breaking News

Siliguri: শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে বিশেষভাবে সক্ষমদের কৃত্রিম অঙ্গ প্রদান

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

Siliguri: শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে বিশেষভাবে সক্ষমদের কৃত্রিম অঙ্গ প্রদান শিলিগুড়ি (Siliguri) পৌর নিগমের উদ্যোগে শুক্রবার কিরণ চন্দ্র ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষমদের কৃত্রিম অঙ্গ স্থাপন ও সহায়ক যন্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ এলাকার বিশিষ্টজনেরা। গৌতম দেব জানান রাজস্থানের জয়পুর ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি কৃত্রিম অঙ্গ দিয়ে সহায়তা করেছে। এদিন হাঁটতে অক্ষমদের জয়পুর ফুট লাগানোর পাশাপাশি বিশেষভাবে সক্ষমদের মধ্যে হুইলচেয়ার, ক্রাচ ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়। পৌর নিগমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।