দক্ষিণ হাওড়া (cpim) সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে রবিবার সন্ধ্যায় হাওড়ার জগাছায় এক জনসভার আয়োজন করা হয়।(cpim) ওই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, হাওড়া পুরসভার ভোট হচ্ছে না। ওরা ভোট করছে না। বাম আমলে আমরা নির্দিষ্ট সময়ে ভোট করতাম। তৃণমূলের লোকসভা ভোটের টার্গেট সম্পর্কে বিকাশবাবু বলেন, আগে ওরা নিজেরা টার্গেট নিক টার্গেট ডেট ঠিক করুক যে আগামী তিন মাস ওরা কোনও দুর্নীতি করবে না এবং যে সমস্ত দুর্নীতিবাজ রয়েছে তাদের ওরা হেফাজতে নেবে। অন্যদিকে রাহুল সিনহার বক্তব্য সম্পর্কে তিনি বলেন, ওরা এইসব ধর্মের মন্দির নিয়ে না বকে ওরা শিক্ষার মন্দিরে যাক। তাতে অন্তত উপকার হবে।
Bikash Ranjan Bhattacharya cpim: হাওড়ার জগাছায় সিপিআইএম এর জনসভায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া