পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’(The Kerala Story)। সিপিএম শাসিত কেরলের প্রেক্ষাপটে তৈরি ছবি নিয়ে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তিতে দিয়ে জানানো হয়েছে রাজ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হল (The Kerala Story)।
এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে আশঙ্কা করে কলকাতা সহ সব জেলাতে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হল। শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত’। এদিকে, রাজ্য সরকারের সিদ্ধান্তের পর সক্রিয় হয়েছে পুলিশ। হাওড়ার বেলুড়ের একটি বহুজাতিক মলে মাল্টিপ্লেক্সে “দ্যা কেরল স্টোরি” দেখতে আসা দর্শকদের পুলিশি বাধার মুখোমুখি হতে হলো । বহুজাতিক মলে কেনাকাটা করতে আসা জনতার মতে কিছু ছেলে ঝ্যামেলা তৈরি করার জন্য ওই মাল্টিপ্লেক্স এর ভিতর ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দিয়ে তাদের বের করে দেয় । পুলিশ নিরাপত্তায় খুশি কেনাকাটা করতে আসা জনগন ।