প্রতিবছরই বর্ষায় (Howrah) জমা জল যন্ত্রনায় ভুগতে হয় মানুষকে | সেই সমস্যা থেকে শিক্ষা নিয়ে এবার বর্ষার আগেই তৎপর হাওড়া পুরসভা | পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী ও পুরো কমিশনার ধবল জৈন সহ পুরাধিকারিকদের সারপ্রাইজ ভিসিট শহর জুড়ে | নিকাশি ব্যবস্থার কাজ খতিয়ে দেখতেই বিভিন্ন জায়গায় পরিদর্শন হাওড়া পুরসভার আধিকারিকদের |
Howrah: বর্ষার আগেই তৎপর হাওড়া পুরসভা ,শহর পরিদর্শন আধিকারিকদের
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া