গোপন সূত্রে খবর (West Medinipur) পেয়ে চন্দ্রকোণারোড ফাঁড়ির পুলিশ ঝাড়খন্ড দিক থেকে আসাএকটি চার চাকা গাড়িকে বিলা মহশ্মানের কাছে আটকায়, গাড়িটিতে তল্লাশির সময় গাড়ি মধ্যে থাকা সিটের নীচ থেকে প্রায় আটচল্লিশ কেজি গাঁজা উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য সাত লাখ টাকা|(West Medinipur) পুলিশ সূত্রে খবর চারচাকা গাড়িটি ঝাড়খন্ড থেকে হুগলীর আরামবাগ যাওয়ার জন্য গোয়ালতোড় হয়ে চন্দ্রকোণারোডর দিকে আসছিলো, সেই সময় গাড়িটিকে আটক করে তল্লাশি করে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়| গাড়িটি চালক একায় চালিয়ে নিয়ে অাসছিলো, ঘটনায় তাকে আটক করা হয় | আন্তঃরাজ্য কোন মাদক পাচার কারী ঘটনায় যুক্তকিনা পুলিশ তদন্ত করে দেখছে| পুরো ঘটনার দায়িত্বে ছিলেন ডি. এস পি (অপারেশন) দূর্লভ সরকার, সার্কেল ইন্সপেক্টর দয়াময় মাজী, গড়বেতা থানার ইনচার্জ অঞ্জনি তেওয়ারী সহ চন্দ্রকোণারোড পুলিশ ফাঁড়ির আধিকারিকরা |
West Medinipur: বিপুল পরিমাণ মাদক উদ্ধার চন্দ্রকোণায়
রিপোর্ট : গোপাল যাদব , এই যুগ, পশ্চিম মেদিনীপুর