বড়বাবার স্নানযাত্রা হল (CoochBehar)কোচবিহারের মদনমোহন মন্দিরে।(CoochBehar) বড়বাবা হলেন মদন মোহন ঠাকুর। রথযাত্রার আগে মদনমোহন বিগ্রহের স্নান যাত্রা সম্পূর্ণ হল রবিবার সকাল আনুমানিক পনে নয়টা নাগাদ। সমুদ্র, নদী, কুয়ো সহ ডাবের জলে স্নান করানো হল কোচবিহারের প্রাণের ঠাকুরকে। দুধ ঘি দিয়েও স্নান করানো হয়। রাজ আমল থেকেই মদনমোহন মন্দিরে এই স্নান যাত্রার অনুষ্ঠানের রীতি আছে। ঠাকুরকে এদিন অনান্য দিনের মত ঘুম ভাঙ্গানোর পর একবার স্বাভাবিক দিনের মত স্নান ও এরপর তিথি অনুযায়ী স্নানযাত্রা অনুষ্ঠান করা হয়। মন্দিরের বারান্দায় বিগ্রহকে নিয়ে আসা হয়। বারান্দায় বড় পাত্রে এই স্নান করান রাজপুরোহিত সহ মন্দিরের অন্যান্য পুরোহিতারা। এদিন স্নান যাত্রা দেখতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মত।
Madanmohan temple CoochBehar: কোচবিহারে ১০৮ কলস জল দিয়ে স্নান ঠাকুর মদন মোহনের
রিপোর্ট : চন্দন দাস , এই যুগ, কোচবিহার