Breaking News

Python CoochBehar: রান্না ঘর থেকে অজগর উদ্ধার কোচবিহারে

রিপোর্ট : চন্দন দাস , এই যুগ, কোচবিহার

Python CoochBehar: রান্না ঘর থেকে অজগর উদ্ধার কোচবিহারেবাড়ির রান্নাঘর থেকে উদ্ধার হল বিশাল আকৃতির অজগর(CoochBehar)। বাড়ির রান্নাঘর থেকে অজগর উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় কোচবিহার ২ নং ব্লকের সোনারিতে (CoochBehar)। গৃহকর্তা পরিতোষ বর্মন বলেন সকালে তার মা ও বৌদি দেখতে পায় রান্নাঘরের ভেতর অজগর সাপ টিকে । খবর দেয় বন দপ্তরে। বনদপ্তর এর কর্মীরা গিয়ে রান্নাঘর থেকে অজগর সাপটিকে উদ্ধার করে। পরিতোষ বাবু জানান অজগরটি লম্বায় প্রায় ১০ ফুট ৫ ইঞ্চি।

এ বিষয়ে পশু প্রেমী সংগঠনের সদস্য অর্ধেন্দু বণিক বলেন, ২ নং ব্লকের সোনারি এলাকা থেকে বার্মিজ পাইথন উদ্ধার হয়েছে। যাকে চলতি ভাষায় অজগর বলা হয়ে থাকে। বনদপ্তর এর হাতে অজগর টিকে তুলে দেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পর পার্শ্ববর্তী কোন জঙ্গলে অজগরটিকে ছেড়ে দেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।