Breaking News

CoochBehar: কোচবিহার পুরসভার পক্ষ থেকে সাড়ম্বরে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস ,৩৬৫ জনের হাতে তুলে দেওয়া হলো বাংলার বাড়ির চেক

রিপোর্ট : চন্দন দাস , এই যুগ, কোচবিহার

৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস (CoochBehar)। এই দিনটি সারা বিশ্বের সাথে সাথে কোচবিহার পৌরসভার পক্ষ থেকেও সাড়ম্বরে পালিত করা হয়।(CoochBehar)এদিন কোচবিহার পৌরসভা সংলগ্ন শহীদ বাগ মুক্ত মঞ্চে পরিবেশ দিবস পালন করা হয়। (CoochBehar )এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (ডি), ডিএফও, এডিএফও, পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর গান সহ বিভিন্ন আধিকারিকেরা।CoochBehar: কোচবিহার পুরসভার পক্ষ থেকে সাড়ম্বরে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস ,৩৬৫ জনের হাতে তুলে দেওয়া হলো বাংলার বাড়ির চেক

সকল অতিথি সহ পৌরসভার আধিকারিকরা ও চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বক্তব্য দিতে গিয়ে পরিবেশের ক্ষয়ক্ষতি ও কী ভাবে তা সংরক্ষণ করা সম্ভব, তা নিয়ে আলোচনা করেন। পরিবেশ দিবসের দিন মহারানী গায়েত্রী দেবী উদ্যানের ও শুভ সূচনা করা হয়। শহীদ বাগের মুক্তমঞ্চ থেকে ৩৬৫ জন বেনি ফিশারি হাতে বাংলার বাড়ি চেকের টাকা তুলে দিল পৌরসভা। একই সাথে কয়েকদিন আগে ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৫ নম্বর ওয়ার্ডের তিনটি পরিবারের হাতে ১৫০০০ টাকা করে চেক তুলে দিল পৌরসভার চেয়ারম্যান। পাশাপাশি এই মঞ্চ থেকেই রাস চক্রের কারিগর আলতাফ মিয়ার চিকিৎসার জন্য তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয় দশ হাজার টাকার চেক।

রবীন্দ্রনাথ ঘোষ বলেন আজ বিশ্ব পরিবেশ দিবস‌।সারা বিশ্বের সাথে আমরা এই দিনটি পালন করলাম। এই পরিবেশ দিবসের দিনে নাগরিকদের বজ্র পদার্থ, নোংরা আবর্জনা,প্লাস্টিক ব্যবহার বন্ধ করা, জলাশয় ও ড্রেন বন্ধ না করা সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। তারা যেন নিজেদের এলাকার পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারে সেই কথা মাথায় রেখে তাদেরকে বিভিন্ন রকমের গাছ দেওয়া হয়।

তারা যেন সেই গাছ বাড়িতে লাগান ওই গাছ বড় হলে সেখান থেকে তারা ফল খেতে পারেন। একই সাথে এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আনুমানিক ৩ কোটি ৬লক্ষ টাকা ৩৬৫ জন বেনি ফিসারির হাতে তুলে দেওয়া হল বাংলার বাড়ি মধ্য দিয়ে। একই সাথে পৌরসভায় কোন নাম্বার ওয়ার্ডে তিনটি পরিবারের হাতেও ১৫০০০ টাকা করে চেক তুলে দেওয়া হল। কদিন আগে ঝড়-বৃষ্টিতে তাদের বাড়িঘর ভেঙ্গে যায়। তাই তাদের হাতে এই টাকা তুলে দেওয়া হল। আর আমরা আলতাফ মিয়াকে ও তার উন্নত চিকিৎসার জন্য ও দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবারের হাতে ১০০০০ টাকা চেক তুলে দেই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।