সোমবার জলপাইগুড়ির (BJP) রাজগঞ্জ তৃণমূল কংগ্রেসে ভাঙ্গন ধরাল বিজেপি। ২০১০ সালে রাজগঞ্জ বিধানসভা উপনির্বাচনের খগেশ্বর রায়ের জয়ের উত্তরীয় বহন করে এগারোর পালা বদলে উত্তরবঙ্গে ভালো ফল করে তৃণমূল। রাজগঞ্জ তার স্বমহীমা ধরে রেখেছে একুশের বিধানসভাও।রাজগঞ্জের জিপি গুলির মধ্যে শক্তঘাটি বলে পরিচিত শিকারপুর গ্রাম পঞ্চায়েত। বরাবরে তৃনমূলের দখলে। রাজ্যে যখন সিপিএম সরকার ছিল তখন থেকেই। এদিন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে তৃনমূলে এই গ্রাম পঞ্চায়েতে ভাঙন ধরাল বিজেপি! এদিন সন্ধ্যায় একটি বিজেপির দলীয় বৈঠকে জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপী গোস্বামীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন প্রধান রঞ্জিতা রায়। প্রধানের সাথে আরও ৪০টি পরিবার এদিন বিজেপিতে যোগ দেয় বলে বিজপি দাবি করেছে।
Jalpaiguri BJP: জলপাইগুড়িতে তৃনমূলে ভাঙ্গন ,বিজেপিতে যোগদান প্রধান সহ ৪০টি পরিবারের
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper