Breaking News

Alipurduar: পঞ্চায়েত নির্বাচনের আগে জাতীয় কংগ্রেসে যোগ প্রাক্তন তৃণমূল নেতার

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: পঞ্চায়েত নির্বাচনের আগে জাতীয় কংগ্রেসে যোগ প্রাক্তন তৃণমূল নেতারপঞ্চায়েত নির্বাচনের আগে কালচিনি ব্লকের (Alipurduar)দাপুটে প্রাক্তন তৃণমূল নেতা পাশাং লামা বৃহস্পতিবার জাতীয় কংগ্রেসে যোগ দিলেন। (Alipurduar) জাতীয় কংগ্রেসে যোগ দিয়ে পাশাং লামা জানান তিনি আদতে কংগ্রেসী পরিবারের সন্তান। এক সময় কংগ্রেস করলেও উনিশশো আটান্নব্বই সালে তিনি তৃণমুলে যোগ দেন।

কিছুদিন আগে তৃণমূল থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যান। পাশাং লামার কথায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকা তৃণমূল থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়েও তিনি সমাজ সেবা চালিয়ে যেতে থাকেন। কিন্তু তৃণমূল তাকে নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা না করায় জনগনের আবেদনে সাড়া দিয়ে তিনি জাতীয় কংগ্রেসে যোগ দিলেন। তিনি আরও বলেন বিজেপিকে রুখতে কংগ্রেস একমাত্র দল।

তৃণমূল পুরনো কর্মিদের মর্যাদা দিচ্ছেনা তাই তিনি কংগ্রেসে যোগ দিলেন। তার সাথে কালচিনি ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রাম পঞ্চায়েত সদস্য এবং দুইজন প্রধান এদিন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন বলেও তিনি দাবি করেন। এক সময় তার হাত ধরেই কালচিনিতে তৃণমূল শক্তিশালী হয়েছিলো এবার এলাকায় তার হাত ধরেই জাতীয় কংগ্রেস শক্তিশালী হবে বলে ও তিনি দাবি করেন। এদিন পাশাং লামাকে দলে স্বাগত জানান আলিপুরদুয়ার জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি শান্তনু দেবনাথ সহ স্থানীয় নেতৃত্ব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।