শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

CoochBehar: বিএসএফের গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যু ঘিরে রাজনৈতিক উত্তেজনা কোচবিহারে

রিপোর্ট : চন্দন দাস , এই যুগ, কোচবিহার

মেখলিগঞ্জের ফুলকাডাবরিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের(CoochBehar)। পরিবারের অভিযোগ, যুবককে গুলি করে খুন করেছে বিএসএফ(CoochBehar)। যদিও বিএসএফ সূত্রে দাবি, গরুপাচারে জড়িত যুবক, বাধা পেয়েই বিএসএফ-এর ওপর আক্রমণ চালিয়েছিল। (CoochBehar)এই ঘটনা নিয়ে ইতিমধ্যে বিএসএফের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।CoochBehar: বিএসএফের গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যু ঘিরে রাজনৈতিক উত্তেজনা কোচবিহারে

পরিবার সূত্রে দাবি, ভিন রাজ্যে কাজ করতেন গৌতম। পঞ্চায়েত নির্বাচনে ভোট দেওয়ার জন্য ৭ দিন আগেই বাড়ি ফিরেছিলেন। বৃহস্পতিবার রাতে পাশেই মাসির বাড়িতে গিয়েছিল। পরে শৌচকর্মের জন্য বাড়ি থেকে বের হয়ে ছিল। অভিযোগ, তখনই তাঁকে গরুপাচারকারী সন্দেহে গুলি করে খুন করে বিএসএফ। পরিবারের দাবি, গুলি করার পর দেহ নিয়ে গিয়ে ২ কিলোমিটার দূরে সীমান্তে ফেলে দেওয়া হয়। শুক্রবার সকালে দেহ উদ্ধার হওয়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। মৃতের পরিবার অভিযোগ তোলে, গৌতমকে খুন করা হয়েছে বিএসএফ।

ময়নাতদন্তের পর কোচবিহারের স্টেশন মোড়ে গৌতম বর্মনের মৃতদেহ নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা। এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, বিএসএফ কেন রাজবংশী যুবকদের গুলি করছে। যদি সে সত্যি ই পাচারকারী হয়ে থাকে তাহলে তার জন্য আইন রয়েছে। কেন গুলি করে হত্যা করা হল। এর আগে দিনহাটাতে প্রেম বর্মনকে গুলি করে বিএসএফ হত্যা করে তারপর তাকে পাচারকারী বলে। এবারও তাই করল। যারা কথায় কথায় সিবিআই তদন্তের দাবী করে এখন কি তারা সিবাই তদন্তের দাবি করবে। তবে তৃণমূল কংগ্রেস পথে নেমে এই আন্দোলন করবে।এই নিয়ে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, সাংগঠনিকভাবে মেখলিগঞ্জ কোচবিহারে মধ্যে পড়ে না। তবে বিএসএফ কখনো বিনা কারণে গুলি চালায় না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।