শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Jalpaiguri: দূর্ঘটনার কবলে কোচবিহার গামী বাস

রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি

জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জে কোচবিহার গামী বাস দূর্ঘটনার কবলে পড়ে। আজ দুপুর ১২ নাগাদ।ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ তালমা এলাকায়। দূর্ঘটনার কবলে পরা বাসটি রাস্তার গেট ওয়ালে পিলার ভেঙ্গে দুমরে মুছরে পরে।Jalpaiguri: দূর্ঘটনার কবলে কোচবিহার গামী বাস

গাড়ির স্টিয়ারিং ভেঙ্গে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনা স্থলে উপস্থিত জনগন জানান গাড়িটি তিন চারটি পাল্টি খেয়েছে। ঘটনা স্থলে রাজগঞ্জ থানার পুলিশ এসে আহত যাত্রীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করেছে। গাড়িটি উদ্ধার করে রাজগঞ্জ থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।