শিলিগুড়ি পুলিশ (Siliguri) কমিশনারেটের অন্তর্গত ভক্তিনগর থানার পুলিশ কর্মীরা বুধবার রাতে আটান্ন গ্রাম ব্রাউন সুগার সহ এক মহিলাকে গ্রেপ্তার করে। ধৃত ঐ মহিলা শালুগাড়া এলাকার ডিমডিমা বস্তির থোটে বাজারে একটি দোকান চালাত। বিশ্বস্ত সূত্রে পুলিশ খবর পায় ধৃত ঐ মহিলা তার দোকান থেকে ব্রাউন সুগার বিক্রির কারবার করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ব্রাউন সুগার সমেত ঐ মহিলাকে গ্রেপ্তার করে। মহিলার নাম গীতা শেরপা। ধৃতের বিরুদ্ধে মাদক আইনের নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
Siliguri: আটান্ন গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক মহিলা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি