বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

Agnimitra Paul BJP: বল্লভপুরে পঞ্চায়েত ভোটের প্রচারে অগ্নিমিত্রা পাল

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, আসানসোল দক্ষিণ

জুলাইয়ে মাসের (BJP) প্রথমেই পঞ্চায়েত ভোট এ রাজ্যে ।বিভিন্ন জেলায় ভোট প্রচারে পিছিয়ে নেই রাজ্যের শাসক থেকে বিরোধী দল (BJP)। ২০২৩ এর পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ২৪শের লোকসভা নির্বাচনের আগে রাজ্যের ভোট পরিস্থিতি দেখতে বদ্ধ পরিকর রাজ্যের অন্যান্য দলের মতোই প্রধান বিরোধী দল বিজেপি ও।Agnimitra Paul BJP: বল্লভপুরে পঞ্চায়েত ভোটের প্রচারে অগ্নিমিত্রা পাল

পঞ্চায়েতভোটের নমিনেশন জমা থেকে প্রচার সবেতেই নজর কেড়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি । আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বল্লভপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে আসানসোল দক্ষিণ এর বিজেপি বিধায়িকা তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল । এদিন অগ্নিমিত্রা পাল বল্লভপুর অঞ্চলের সমস্ত পঞ্চায়েত ভোট প্রার্থী দের সঙ্গে নিয়ে মা শশ্মান কালি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন । রাজনীতিবিদ দের মতে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারের দিকে অনেকটাই এগিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।