পঞ্চায়েত নির্বাচনের (TMC) প্রচারে বৃহস্পতিবার কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার ভানুকুমারী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের নাগরখানায় এলেন রাজ্যের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের তৃণমূল প্রার্থীদের সমর্থনে তিনি প্রচার করেন। ব্লক তৃণমূল আয়োজিত জন সভায় বক্তব্য রাখতে গিয়ে বাবুল সুপ্রিয় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমাজের সর্বস্তরের মানুষের জন্য উন্নয়ন করে চলেছেন তা অনন্য। রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলোর সুবিধা আরও বেশী সংখ্যক জনগনের কাছে পৌঁছে দিতে ও রাজ্যের উন্নয়নকে গতিময় রাখতে পঞ্চায়েতের তিনটি স্তরেই তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন জেলা ও ব্লক নেতৃত্ব।
Babul Supriyo TMC: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে তুফানগঞ্জে রাজ্যের পর্যটন মন্ত্রী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper