বিতর্কিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) যে পশুপ্রেমী সেকথা সকলেরই জানা।(Swastika Mukherjee) সারমেয়দের প্রতি নায়িকার স্নেহ বরাবরই চোখে পড়েছে ভক্তদের। প্রয়োজনে সারমেয়দের জন্য সুরও চড়িয়েছেন তিনি।এবারও পথ কুকুরদের প্রাণ রক্ষার্থে সরব হলেন নায়িকা। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীরও দ্বারস্থ হয়েছেন ।
খবর অনুযায়ী উত্তরপ্রদেশের পুরানি চুঙ্গির হাপুরে পথ কুকুরদের উপর নৃসংশ অত্যাচার চালাচ্ছে স্থানীয় কিছু বাসিন্দা। তাদের জ্যান্ত পুড়িয়ে মারা, লাঠি পেটা এমনকী বাচ্চা কুকুরদের জন্মের পরই দূরে ফেলে দিয়ে আসার মত নানা ঘটনা ঘটছে।অমানবিকভাবে পথ কুকুরদের হত্যা এমনকী তাদের এমন পরিত্যাক্ত বাড়িতে ছেড়ে আসা হয় যেখানে তারা খাবার ও জলের অভাবে মারা যায়।স্থানীয়দের অভিযোগ সারমেয়দের কামড়ে অতিষ্ট হয়েই তাদের এই পদক্ষেপ। তবে এই অভিযোগকে অজুহাত বলেই দাবি করছেন এলাকার স্থানীয়দের একাংশ।
এই ঘটনা স্বস্তিকার নজরে আসতেই প্রতিবাদে সরব হয়েছেন তিনি। পশুপ্রেমীদের সমর্থনে এগিয়ে এসেছেন অভিনেত্রী ।এলাকায় আরও কিছু সারমিয় রয়েছে। তাদের সুরক্ষার জন্য আর্জি জানিয়েছেন অভিনেত্রী। সারমেয়দের প্রাণ বাঁচাতে অবিলম্বে তাদের স্থানান্তরিত করার কথাও বলেছেন তিনি।স্বস্তিকার এই পদক্ষেপ নেটিজেনদের প্রশংসা কেড়েছে। বিতর্ক তাঁর সঙ্গ ছাড়েনা কিন্তু এরমধ্যেই নায়িকার এইহেন পদক্ষেপ কে কুর্নিশ জানিয়েছে সকলেই। নেট নাগরিকদের আশা খুব দ্রুত সরকার থেকে আশাব্যাঞ্জক কোন পদক্ষেপ নেওয়া হবে। অভিনেত্রী যে আর গড়পড়তা নায়িকাদের মতো নয় আবার সেটা প্রমাণিত হলো।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper