রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Alipurduar) এর ঐকান্তিক উদ্যোগে চলতি মাসের চৌদ্দ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত রাজ্য জুড়ে পালিত হবে বন মহোৎসব। (Alipurduar)পশ্চিমবঙ্গ পুলিশের বন বিভাগ ও উদ্যান পালন বিভাগ এর ব্যবস্থাপনায় ও আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সহায়তায় আলিপুরদুয়ার জেলা জুড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। শনিবার আলিপুরদুয়ার শহরে জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা এই কর্মসূচীর শুভ সূচনা করলেন। প্রদীপ জ্বালিয়ে ও সঙ্গীতের সূর মূর্চ্ছনায় এদিন কর্মসূচীর সূচনা করে জেলা শাসক জানান গাছ লাগিয়ে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে সাধারন মানুষকে বার্তা দেবার লক্ষ্যেই প্রতি বছর বন মহোৎসব আয়োজিত হয়। এদিন বেশ কয়েকটি গাছে চারা রোপন করা হয়। এলাকার স্কুলেরছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও বক্সা বন বিভাগের আধিকারিকগন সহ এলাকার বিশিষ্টজনেরা।
Alipurduar: বন মহোৎসব ২০২৩ এর সূচনা হলো আলিপুরদুয়ারে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper