শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Elephant Dooars: চা বাগানে হাতির হানা

রিপোর্ট : আবির ভট্টাচার্য , এই যুগ, ডুয়ার্স

Elephant Dooars: চা বাগানে হাতির হানা একদল হাতির হানা (Elephant) চা বাগানে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে এলাকার বাসিন্দারা দেখতে পায় একদল হাতি রেডবাক চা বাগানে দাঁড়িয়ে আছে (Elephant)। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর যায় বনদপ্তর এর কাছে । বনদপ্তর সূত্রে জানা গেছে, বনদপ্তরের তরফ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ টি হাতির দল দাড়িয়ে আছে চা বাগানে। হাতি গুলিকে ফের রেড ব্যাংক চা বাগান সংলগ্ন চাপড়া মারি অভয়ারণ্যের দিকে দীর্ঘক্ষণ ধরে পাঠানোর চেষ্টা করছে বন দপ্তর এর কর্মীরা । প্রেমীদের মতে, ডুয়ার্স এ বিস্তীর্ণ এলাকায় মাঝেমধ্যেই হাতির দল হানা দেয় লোকালয়। মূলত খাবারের সন্ধানেই তারা মাঝে মধ্যে লোকালয়ে এসে পড়ে। যদিও এই ঘটনার জেরে এখনো পর্যন্ত কেউ আহত হয়নি বলে জানা গিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।