বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

TMC: শাসনের সাত পঞ্চায়েতে একক সংখ্যা গরিষ্ঠতায় বোর্ড গড়লো তৃণমূল

রিপোর্ট : হাসানুজ্জামান , এই যুগ, উত্তর ২৪ পরগনা

TMC: শাসনের সাত পঞ্চায়েতে একক সংখ্যা গরিষ্ঠতায় বোর্ড গড়লো তৃণমূলউত্তর চব্বিশ পরগনার (TMC) বারাসাত দুই ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। (TMC) শনিবার বারাসাত দুই ব্লকের রোহন্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েত, কেমিয়া খামার পাড়া গ্রাম পঞ্চায়েত, কীর্তিপুর ১ ও কীর্তিপুর ২ গ্রাম পঞ্চায়েত, শাসন গ্রাম পঞ্চায়েত, ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েত এবং দাদপুর গ্রাম পঞ্চায়েতে একক সংখ্যাগরিষ্ঠতায় বোর্ড গঠন করে প্রধান ও উপপ্রধান নির্বাচিত হয়।

খড়িবাড়ির কীর্তিপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন কৃষ্ণা পাত্র ও উপপ্রধান হয়েছেন রবিউল ইসলাম এবং দলনেতা হয়েছেন আজগর আলী। নব নির্বাচিত প্রধান, উপ প্রধান সহ সকল সদস্যকে সংবর্ধনা জানান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, কীর্তিপুর ১ অঞ্চল তৃনমূলের দলীয় সভাপতি মান্নান আলি সহ বিশিষ্টজনেরা। আরো উপস্থিত ছিলেন বারাসাত দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, তৃনমূল নেতা সাহাবুদ্দিন আহমেদ, হাজী মেজবাহ উদ্দিন সাহাজী, হাফিজুল ইসলাম রাজু, ইসরায়েল আলি, সমাজসেবী হাজী আবুল খায়ের, চৌমুহা হাই স্কুলের প্রধান শিক্ষক সহিদুল্লা প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।