উত্তর ২৪ পরগনা (TMC) জেলার বসিরহাটের স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েত দখল করলো তৃণমূল কংগ্রেস।(TMC) চারঘাট গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৪টি। তার থেকে তৃণমূল জয় লাভ করে ১১ আসনে। সিপিএম জয় লাভ করে তিনটি আসনে।
কংগ্রেস একটি, নির্দল তিনটি এবং বিজেপি জয়লাভ করে ছটি আসনে। ত্রিশঙ্কু হয়া যায় চারঘাট গ্রাম পঞ্চায়েত। বোর্ড গঠনের আগেই নির্দল সদস্য মিরাজ খান ও সিপিএম সদস্য পিঙ্কি হোড় তৃণমূলে যোগ দেয়। তারপরেই চারঘাট পঞ্চায়েত দখল করে তৃণমূল কংগ্রেস। চারঘাট পঞ্চায়েত নিয়ে আশাবাদী ছিলেন বিরোধীরা। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আস্থা ভোটের সময় এলাকায় উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বলেন, “আমরা পঞ্চায়েত গঠন করব কিন্তু শেষ রক্ষা হলো না।
বোর্ড গঠন করলো তৃণমূল।” প্রধান হলেন টুম্পা সর্দার এবং উপপ্রধান হলেন খায়রুল ইসলাম। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক নারায়ণ কর বলেন, “২৪টির ভিতরে ছটি আসনে জিতেছে বিজেপি ছটা আসন নিয়ে বোর্ড গঠন করার স্বপ্ন দেখেছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। প্রার্থীরা নিজেই স্বেচ্ছায় তৃণমূলে যোগদান করে মমতা ব্যানার্জির উন্নয়নের সামিল হয়েছেন।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper