মুখ বাঁধা অবস্থায় রক্তমাখা (CoochBehar)বস্তা পড়ে থাকাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে কোচবিহারে। রহস্যজনক ওই বস্তাটি কোচবিহার শহর সংলগ্ন হরিণচওড়া এলাকায় তোর্সা নদীর বাঁধের পাশে জঙ্গলে পড়ে রয়েছে। বস্তাটির চারদিকে অসংখ্য মাছি ঘুরঘুর করছে। বস্তাটি থেকে বিকট গন্ধ ছড়াচ্ছে। গন্ধ এতটাই তীব্র যে বাঁধের রাস্তার দিয়ে যাতায়াতকারী পথচারীরা নাক মুখ চাপা দিয়ে সেখান দিয়ে চলাচল করছেন। বস্তাটি দেখতে মানুষজন ক্রমশ ভিড় করছেন সেখানে। এলাকার কয়েকজন মহিলা জানান, বুধবার সন্ধ্যা নাগাদ একটি টোটো এসে বস্তাটি সেখানে ফেলে দিয়ে গিয়েছে। ফলে বস্তাটির ভেতরে কী রয়েছে সেটা নিয়েই রহস্য ক্রমশ দানা বাঁধছে।
CoochBehar: রক্তমাখা বস্তা পড়ে থাকাকে কেন্দ্র করে আতঙ্ক কোচবিহারে
রিপোর্ট : প্রদীপ কুন্ডু , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper