মেয়র গৌতম দেবের (cpim)গাড়ি আটকে পানীয় জলের সমস্যা নিয়ে বিক্ষোভ দেখালো SUCI এবং সিপিআইএম। বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের সামনে পানীয় জলের সমস্যা নিয়ে বিক্ষোভ দেখায় SUCI এবং সিপিআইএম। (cpim) এদিন বাম-কর্মী সমর্থকেরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিষাক্ত জল শহরবাসীকে খাওয়ানো হলো কেন? এই প্রশ্ন তোলেন। বামেদের এই মিছিল গান্ধি মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে পুরনিগমে এসে শেষ হয়েছে। বিক্ষোভে রয়েছেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জীবেশ সরকার সহ অন্যান্যরা।
এদিন বামেদের বিক্ষোভ চলাকালীন মেয়র গৌতম দেব সহ ডেপুটি মেয়র, মেয়র পারিষদরা পুরনিগম থেকে বেরতে যাচ্ছিলেন। সেইসময় মেয়রের গাড়ি আটকে দেন সিপিএম কর্মী-সমর্থকরা। তারপরই ‘চোর চোর’ স্লোগান দেন তাঁরা। পরে মেয়র গাড়ি থেকে নেমে হেঁটে বেরনোর চেষ্টা করেন। কিন্তু বাম কর্মীদের সঙ্গে মেয়রের বচসা বেধে যায়। পরবর্তীতে পরিস্থিতি ধস্তাধস্তির পর্যায় চলে যায়। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে গৌতম দেবকে ঘটনাস্থল থেকে বের করে আনে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র এবং ডেপুটি মেয়র।
উল্লেখ্য, মহানন্দার জল দূষিত। সেই জল পানের যোগ্য নয়। এই কথা বুধবার ঘোষণা করেছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তারপর থেকেই জল নিয়ে হাহাকার শুরু হয়। যদিও পুরনিগমের পক্ষ থেকে PHE এর জলের ট্যাংক বিভিন্ন ওয়ার্ডে পাঠানোর ব্যবস্থা করা হলেও জল কিনতে দোকানের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শহরবাসীকে। এমন পরিস্থিতিতে পুরনিগমের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পুরনিগমের সামনে বিক্ষোভ দেখায় বাম কর্মী-সমর্থকেরা। শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন, যখন তিনি ক্ষমতায় ছিলেন সেই সময় PHE এর কাজের জন্য দুদিন জল সরবরাহ বন্ধ ছিল। সেইজন্য তাকে হেনস্থা করা হয়েছিল বলে তিনি অভিযোগ। অন্যদিকে, মেয়র গৌতম দেব এই বিক্ষোভের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, তাঁরা বিভিন্ন বরোতে গিয়ে এবং রাস্তায় থেকে পরিস্থিতির ওপর নজর রাখছেন।