শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Rail accident siliguri: ভয়াবহ রেল দূর্ঘটনা শিলিগুড়ির কাছে রাঙ্গাপানিতে ,এখনো পর্যন্ত মৃত পাঁচ ,আহত ঊনত্রিশ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

Rail accident siliguri: ভয়াবহ রেল দূর্ঘটনা শিলিগুড়ির কাছে রাঙ্গাপানিতে এখনো পর্যন্ত মৃত পাঁচ আহত ঊনত্রিশশিলিগুড়ির (Rail accident )কাছে রাঙ্গাপানি স্টেশনের কিছুটা দূরে ঘটলো ভয়াবহ রেল দূর্ঘটনা। আগরতলা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙ্গাপানি স্টেশনের আগে দাঁড়িয়ে ছিলো। একটি মালগাড়ি এসে সজোরে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। আনুমানিক সকাল সাড়ে আটটা নাগাদ এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায় ও কয়েকটি বগি লাইনচ্যুত হয়। মালগাড়ির।কন্টেইনার গুলোর বেশ কয়েকটি লাইনচ্যুত হয়। স্থানীয় মানুষ জন উদ্ধারকাজে হাত ল্গান। পরে রেলের উদ্ধারকারী দল ও উচভ পদস্থ আধিকারিকগন ঘটনাস্থলে পৌঁছান ও উদ্ধারকাজ শুরু করেন। খবর লেখা পর্যন্ত মৃতের সংখ্যা পাঁচ, আহত ঊনত্রিশ। আশংকা হতাহতের সংখ্যা বাড়তে পারে। মাল গাড়ির চালকের মৃতদেহ এখনও পর্যন্ত ইঞ্জিনের ভেতরে রয়েছে বলে জানা গেছে। কি কারনে এই দূর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছেন রেলের আধিকারিকগন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।