শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Alipurduar: তুরতুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ বিধায়কের

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: তুরতুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ বিধায়কের তুরতুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র (Alipurduar) পরিদর্শন করলেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও মঙ্গলবার দুপুরে।‌ ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার তুরতুরি গ্রাম পঞ্চায়েতের অধীন তুরতুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল কুমারগ্রাম বিধানসভার বেশ কয়েকটি চা বাগান এলাকার বাসিন্দা এবং বন বস্তির বাসিন্দারা। মঙ্গলবার এলাকায় বিজেপির নেতাদের সঙ্গে নিয়ে বিধায়ক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছান। বিজেপির বিভিন্ন নেতৃত্বরা তুরতুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উন্নয়নের দাবি তুলেছিলেন অনেকদিন আগেই। ‌ এই স্বাস্থ্য কেন্দ্রে কোন স্থায়ী চিকিৎসক নেই। এমনকি অস্থায়ী চিকিৎসকও সব সময় মেলে না । একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসকের উপর নির্ভর করেই চলছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। তবে স্বাস্থ্যকেন্দ্রে ১৫ টি বেড থাকলেও কোন রোগী রাখার ব্যবস্থা নেই। ‌ তুরতুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে অনেক আন্দোলন হয়েছে। এর আগেও এলাকার ২ ব্যক্তি ভীম ছেত্রী এবং শৈলেন নার্জিনারি অনশনেও বসেছিলেন। প্রশাসনিক কর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন করবেন । কিন্তু কোন উন্নয়ন হয়নি। ‌ বিধায়ক ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য কেন্দ্র নিয়ে। এদিন বিধায়কের হাতে স্বাস্থ্য কেন্দ্র উন্নয়নের দাবি পত্র তুলে দেন এলাকার ভীম ছেত্রী এবং শৈলেন নার্জিনারী। আগামী দিনে পায়ে হেঁটে গিয়ে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার আবেদন জানাবেন তারা। এছাড়াও তারা অনশন করবেন বলে জানিয়েছেন বিধায়কের কাছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।