রাতভর মুষলধারে বৃষ্টি এরই মধ্যে (Elephant attack) এক পাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ তুরতুরি এলাকার বাসিন্দারা। তুরতুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি বাড়ি ভেঙে দিল (Elephant attack) হাতির দল শুক্রবার দুপুরে দেখা গেল সেই দৃশ্য ওই এলাকায় গিয়ে। বৃহস্পতিবার গভীর রাতে তুরতুরি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তান্ডব চালায় হাতির পাল। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানবাড়ি জঙ্গল থেকে হাতির পাল বেরিয়ে এসে তাণ্ডব চালায় গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে। এলাকার বাসিন্দা রাজীব দাস তাপস বিশ্বাস সহ আরো বেশ কয়েকজনের ঘর ভেঙে দেয় হাতির পাল। একদিকে যখন প্রচন্ড বৃষ্টি চলছে ঠিক সেই সময়ে হাতির তাণ্ডবের ফলে আতঙ্কিত হয়ে গেছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন বন কর্মীদের উপর। যদিও বনকর্মীরা বলছেন রাতেই তারা ওই এলাকায় গিয়েছেন হাতি তাড়াতে।
Elephant attack: হাতির হানায় ভাঙলো বেশ কয়েকটি বাড়ি
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার