১৩ জুলাই অর্থাৎ শনিবার কিংবদন্তি প্রাক্তন (cricket) খেলোয়ারদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফাইনাল অনুষ্ঠিত হয়। জুজুধান দুই প্রতিপক্ষ ছিল ভারত ও পাকিস্তান।প্রথম ব্যাট করে পাকিস্তান ২০ ওভারে ১৫৬/৬ রান করে। পাকিস্তানের পক্ষে উল্লেখযোগ্য রান করেন কামরান আকমল (২৪), মাকসুদ (২১), শোয়েব মালিক (৪১)। দলের অধিনায়ক ইউনুস খান ব্যর্থ হন। ভারতীয় বোলারদের মধ্যে অনুরিত সিং , পবন নেগী এবং ইরফান পাঠান একটি করে উইকেট পান। ব্যাট করতে নেবে ভারত তাড়াতাড়ি উথাপ্পার (১০) উইকেট হারালেও আমবাতি রাইডু (৫০) এবং গুরকিরাত সিং ভারতীয় দলকে জয়ের লক্ষ্যের ) লক্ষ্যে পৌঁছে দেন।খেলা শেষে ভারতীয় দলের অধিনায়ক কিংবদন্তীদের মধ্যে থেকে সেরা একাদশ বেছে নেন। সেই দলে এক ও দুই নম্বরে রয়েছেন শচীন টেন্ডুলকার এবং রিকি পন্টিং এরপরেই তার পছন্দ বিরাট কোহলি এবং রোহিত শর্মা পাঁচ নম্বর এবং ছয় নম্বর জায়গায় তিনি বাছাই করেছেন এবি ডেভিলিয়ার্স এবং অ্যাডাম গিলক্রিস্টকে। বোলিং এবং অলরাউন্ডার বিভাগে তিনি রেখেছেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন এবং শ্রীলংকার মিথাইয়া মুরলীধরনকে। জোরে বোলিং এর বিভাগে তাঁর পছন্দ গ্লেন মগ্রাথ, ওয়াসিম আকরাম এবং অ্যান্ড্রু ফ্লিনটফ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ১২ নম্বর জায়গায় তিনি নিজেকে রেখেছেন। তারই বাছাই করা সেরা একাদশে যুবরাজ সিং নিজেকে রাখেনি।
cricket: কিংবদন্তি ক্রিকেট ফাইনালে চ্যাম্পিয়ন ভারত
রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ,
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper