আগামী শনিবার থেকে (Kolkata ) জুনিয়র চিকিৎসকেরা কাজে ফিরছেন। তবে আগের মতো সব পরিষেবা দেবেন না। আংশিকভাবে কাজে যোগ দেবেন। বৃহস্পতিবার রাতে সাংবাদিক বৈঠক করে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-র তরফে জানানো হয়েছিল। পাশাপাশি স্বাস্থ্যভবনের সামনে যে অবস্থান চলছে, তা শুক্রবার থেকে তুলে নেওয়া হবে। এছাড়াও শুক্রবার দুপুর তিনটেয় স্বাস্থ্যভবন থেকে সিবিআইয়ের দফতর সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করা হবে। তারপর আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা নিজেদের মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ফিরে যাবেন। পরদিন থেকে শুধুমাত্র জরুরি পরিষেবা প্রদানের কাজে যোগ দেবেন। কিন্তু রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেটা পূরণ না করলে এবং থ্রেট কালচার নিয়ে তাঁদের দাবি মেনে না নিলে ফের পুরোপুরি কাজ বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।সাতদিনের ডেডলাইনও বেঁধে দিয়েছেন এই জুনিয়র চিকিৎসকেরা। তাঁদের হুঁশিয়ারি, ‘আমাদের নমনীয় মনোভাবকে যেন দুর্বলতা হিসেবে ভেবে না নেয় রাজ্য সরকার।’জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম ‘মুখ’ দেবাশিস হালদার জানিয়েছেন যে শুধুমাত্র জরুরি পরিষেবা প্রদান করা হবে। প্রতিটি বিভাগ এবং প্রতিটি মেডিক্যাল কলেজ ভিত্তিক জরুরি পরিষেবা আলাদা হয়ে থাকে। শুক্রবারের মিছিলের পরে তাঁরা নিজেদের কলেজে ফিরে যাবেন।
R. G. Kar ,Kolkata: শনিবার থেকে কাজে ফিরছেন জুনিয়র চিকিৎসকেরা
রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ, কলকাতা