শনিবার , ডিসেম্বর 14 2024
Breaking News

siliguri: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পিঙ্ক মোবাইল ভ্যানের সূচনা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পিঙ্ক মোবাইল ভ্যানের সূচনামহিলাদের (siliguri)নিরাপত্তা সুনিশ্চিত করতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে শনিবার শিলিগুড়িতে সূচনা হলো পিঙ্ক মোবাইল ভ্যানের। এদিন সবুজ পতাকা দেখিয়ে পিঙ্ক মোবাইল ভ্যানের সূচনা করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। তিনি জানান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ইস্ট ও ওয়েস্ট দুটি যোনে দুটি পিঙ্ক মোবাইল ভ্যান দেওয়া হয়েছে। প্রতিটি মোবাইল ভ্যানে একজন মহিলা পুলিশ আধিকারিক সহ পাঁচজন মহিলা কনস্টেবল থাকবেন। পিঙ্ক মোবাইল ভ্যানের হেল্প ডেস্ক নম্বর ও দেওয়া হয়েছে। মহিলাদের সাথে কোনো অঘটন ঘটলে তারা মোবাইল ভ্যানের সাথে যোগাযোগ করলে তৎক্ষনাৎ তাদের সহায়তার জন্য ঘটনাস্থলে পিঙ্ক মোবাইল ভ্যান পৌঁছে যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।