পুজোর পূর্বে (Alipurduar) বিভিন্ন এলাকায় নাকা চেকিং ও রুটমার্চ করছে বনদফতরের জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা ও আধিকারিকরা। এদিন ভুটান সীমান্ত জয়ঁগা ও হাসিমারা এলাকায় রুটমার্চ করা হয় ও নাকা চেকিং চালানো হয়। প্রতিটি গাড়িতে চেকিং চালানো হয় স্নিফার ডগ দিয়ে তল্লাশি চলে।জলদা পাড়াতে হাই এলার্ট জারী সেজন্য বিভিন্ন এলাকায় চলছে চেকিং ও রুটমার্চ।
Alipurduar: স্নিফার ডগ দিয়ে তল্লাশি জলদাপাড়া তে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার