আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বীরপাড়ায় নব নির্মিত একটি দমকল কেন্দ্রের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন এর পর দমকল কেন্দ্রের ফলক উন্মোচন করেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যান দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিক বরাইক। উপিস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, জেলাশাসক আর বিমলা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে এই দমকল কেন্দ্রটি তৈরি করা হয়েছে। এটি তৈরিতে ব্যয় হয়েছে তিন কোটি আটাত্তর লক্ষ পঞ্চান্ন হাজার টাকা। বীরপাড়া দমকল কেন্দ্র নিয়ে আলিপুরদুয়ার জেলায় মোট ছয়টি দমকল কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো ছয়টি।
Alipurduar: আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় দমকল কেন্দ্রের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার