এবার উৎসবে (Doctor) নয়, পুজো হবে প্রতিবাদে, এই শপথ নিয়েই অনশন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি, ষষ্ঠীর দিন বিশেষ পরিক্রমার পরিকল্পনাও করা হয়েছিল। আর সেই কর্মসূচি ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠল কলকাতা। চৌকি, জলের গাড়ির মতোই পরিক্রমার ম্যাটাডোরও আটকে দেওয়া হয় বলে অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।ঢাক বাজিয়ে, উলুধ্বনিতেও প্রতিবাদের সুর। কাতারে কাতারে মানুষ দেখা যাচ্ছে চাঁদনি চকে। তবে এ কোনও পুজোর মণ্ডপ নয়। আন্দোলনে সমর্থন জানাতেই এই বিপুল সংখ্যক মানুষকে দেখা গেল জড় হতে।এদিন বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে লিফলেট বিলি করার পরিকল্পনা ছিল আন্দোলনকারী চিকিৎসকদের। দক্ষিণ কলকাতার বেশ কিছু পুজোতে যাওয়ার কথা ছিল তাঁদের। সেই মতো তিনটি ম্যাটাডোরে চেপে রওনা হন আন্দোলনকারীরা। কিছুক্ষণের মধ্যেই জানা যায়, চাঁদনি চকের কাছে আটকে দেওয়া হয়েছে ম্যাটাডোর। পুলিশের সঙ্গে শুরু হয় আন্দোলনকারীদের বচসা। এ কথা শুনেই সেখানে পৌঁছে যান বহু মানুষ। ম্যাটাডোরে ছাড়ানোর জন্য কাতারে কাতারে মানুষ গিয়ে জড় হন। প্রতিবাদের মুখে ম্যাটাডোরে ছেড়ে দেয় পুলিশ।দেখ যায়, মানুষ ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে সেই ম্যাটাডোর। স্লোগান ওঠে, ‘উই ওয়ান্ট জাস্টিস
Doctor RG kar : জুনিয়র ডাক্তারদের ম্যাটাডোর আটকানোর অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে
রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper