শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Durga puja: মালদহ জেলা পুলিশের উদ্যোগে প্রণাম সদস্যদের নিয়ে বিশেষ পুজো দর্শন

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ

Durga puja: মালদহ জেলা পুলিশের উদ্যোগে প্রণাম সদস্যদের নিয়ে বিশেষ পুজো দর্শনমহাষ্টমীর পূণ্য তিথিতে (Durga puja)  প্রনাম সদস্যদের নিয়ে বিশেষ পুজো দর্শন আয়োজন করে মালদহ জেলা পুলিশ। উল্লেখ্য মালদহ শহরের প্রবীণ নাগরিকদের শ্রদ্ধা জ্ঞাপন তাদের স্বাস্থ্য পরীক্ষা সহ খোঁজ খবর রাখার লক্ষ্যে মালদহ জেলা পুলিশ প্রণাম কর্মসূচি চালু করে। এদিন প্রবীন নাগরিকদের তাদের বাড়ি থেকে পুলিশের গাড়ি করে নিয়ে আসা হয় ও ইংরেজ বাজার থানা এলাকার বিভিন্ন পুজো মন্ডপ ও প্রতিমা দর্শন করানো হয়। দর্শন শেষে পুলিশ কর্মী ও প্রবীন নাগরিকরা আহার করেন। আহার পর্ব শেষে ফের তাদের গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগে খুশী প্রবীন নাগরিকগন পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পুলিশ সূত্রে জানানো হয় প্রবীন নাগরিকগন যাতে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে এই উদ্যোগ গ্রহন করে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।