শিলিগুড়ি (siliguri) জেলা হাসপাতাল এর প্রসূতি বিভাগ থেকে এক সদ্যোজাত শিশুর মৃতদেহ উধাও হয়ে যায় বৃহস্পতিবার। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। মৃত শিশুর মৃতদেহ না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন শিশুর পরিবারের লোকজন, তারা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার দিকে আঙ্গুল তোলেন। খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ও গজটনার তদন্ত শুরু করে। পুলিশের তদন্তে উঠে এসেছে এক ভয়ানক তথ্য। তথ্যটি হলো ঘটনার সময় সেখানকার সি সি ক্যামেরা বন্ধ ছিলো। শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষ জরুরী বৈঠক ডেকে এই ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। জানা গেছে এই কমিটিকে তিনদিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কমিটি তদন্ত শুরু করেছে। পাশাপাশি পুলিশ তাদের মতো করে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
siliguri: শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উধাও এর ঘটনায় গঠিত হলো তদন্ত কমিটি
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি