আজ টিউশন যাওয়ার (hooghly) পথে রীতিমতো হেনস্থার মুখে পড়তে হল হুগলি জেলার আরামবাগের ক্লাস নাইনের দুই ছাত্রীকে।(hooghly)টোটোয় চেপে টিউশনে যাচ্ছিলেন ওই দুই ছাত্রী। তাঁদের অভিযোগ, টোটো থেকে নামিয়ে তাঁদের অপহরণের চেষ্টায় ছিলেন দুই যুবক কিন্তু কার্যসিদ্ধি না হওয়ায় তড়িঘড়ি ঘটনাস্থল ছেড়ে পালায় তাঁরা।আরামবাগের পারুল এলাকার বাসিন্দা ক্লাস নাইনের ওই দুই ছাত্রী। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত তাঁরা। এমনটা যে ঘটবে তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি ওই দুজন।
ওই দুই ছাত্রীর বয়ান থেকে জানা গিয়েছে, যথারীতি টিউশনের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তাঁরা। টোটোতে তাঁদের সফরসঙ্গী হয় আরও ২ জন যুবক। শুরু থেকেই তাঁদের ভাবভঙ্গি ছিল সন্দেহজনক। তখনও ওই ২ যুবকের মতবল টের পাননি ক্লাস নাইনের স্কুলপড়ুয়ারা। কিছুটা রাস্তা যাওয়ার পরেই তাঁরা ওই দুই ছাত্রীকে ভয় দেখাতে শুরু করে। এক ছাত্রী জানান, ‘ওরা আমাদের বলছিল, তোরা বাসস্ট্যান্ডে যা, না হলে তোদের সর্বনাশ করে দেব।হুমকি পাওয়া মাত্রই ভয় পেয়ে যান দুই ছাত্রী। এরপর টোটো থেকে তাঁদের নামতে না দিয়ে সোজা নিয়ে যাওয়া হয় চাঁদুর নিমতলার কাছে। সেখানে টোটো থামতেই চিৎকার শুরু করেন দুজনে। দুই ছাত্রীর চিৎকারে তৎক্ষণাৎ ছুটে আসেন স্থানীয়রা। পরিস্থিতি বেগতিক দেখে চম্পট দেন ওই দুই যুবক। স্থানীয় লোকজনই খবর দেন আরামবাগ থানায়।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper