শিলিগুড়ি (congress) থানা ঘেরাও করে শনিবার (congress) বিক্ষোভ প্রদর্শন করলো ভারতীয় জাতীয় কংগ্রেসের শিলিগুড়ি কমিটির কর্মী সমর্থকরা। ভারতের জাতীয় কংগ্রেস এর দার্জিলিং জেলা সভাপতি শংকর মালাকার এদিনের বিক্ষোভে নেতৃত্ব দেন। তিনি জানান রাজ্যে প্রতিনিয়ত নারী নির্যাতন, ধর্ষন ও খুনের ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসন এসব সামাজিক অপরাধ রুখতে ব্যর্থ। রাজ্যের মূখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্বেও পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা নেই, তারা নিজেদের অসুরক্ষিত ও অসহায় মনে করেন। এসব সামাজিক অপরাধ রুখতে পুলিশ প্রশাসনের ব্যর্থতার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন এর লক্ষ্যে শনিবার রাজ্য জুড়ে থানা ঘেরা কর্মসূচির ডাক দেয় প্রদেশ কংগ্রেস। এই কর্মসূচি অনুসারেই এদিন শিলিগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে বলে জানান শংকর মালাকার।
Congress siliguri: শিলিগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ ভারতের জাতীয় কংগ্রেস কর্মীদের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper