Breaking News

Siliguri: পুজোর পর মহানন্দা নদীর ঘাটগুলি পরিষ্কার করতে উদ্যোগী শিলিগুড়ি পৌর নিগম

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

Siliguri: পুজোর পর মহানন্দা নদীর ঘাটগুলি পরিষ্কার করতে উদ্যোগী শিলিগুড়ি পৌর নিগমছট পুজোর (Siliguri) পর পরই শিলিগুড়ির মহানন্দা নদীর ঘাট গুলি পরিষ্কার করতে উদ্যোগ গ্রহন করেছে শিলিগুড়ি পৌর নিগম। উল্লেখ্য শিলিগুড়ির মহানন্দা নদীর ঘাটগুলিতে হাজার হাজার পূণ্যার্থীরা উপস্থিত হন ছট মাইয়ার পুজো দিতে। পুজোর পর ঘাটগুলির জলে পড়ে থাকে কলাগাছ, ফুল সহ পুজোর বিভিন্ন সামগ্রী। এগুলো জলে পচে নদীর জলকে দূষিত করে। একারনেই শিলিগুড়ি পৌর নিগম নদীর ঘাটগুলিকে সাফাই করার কাজ শুরু করেছে শুক্রবার সকাল থেকে। পৌর নিগমের জঞ্জাল সাফাই বিভাগের মেয়র পারিষদ মানিক দে ও পৌর নিগমের অন্যান্য আধিকারিকগন নদী সাফাই কাজের তদারক করেন। মানিক দে জানান জঞ্জাল সাফাই বিভাগের ষাট শতাংশ কর্মী ছট পুজোয় ব্যস্ত থাকেন। একারনে নদী ঘাটগুলি সাফাই করতে কিছুটা দেরী হয়ে যায়। তবে ছট পুজো শেষ হবার পরপরই যুদ্ধকালীন তৎপরতায় নদী ঘাট সাফাই শুরু করা হয়েছে। দু তিনদিনের মধ্যেই ঘাটগুলিকে সাফাই করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।