জাল আধারকার্ড তৈরির (siliguri) কাজে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার জলপাইগুড়ি থেকে দুই জনকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন খড়িবাড়ি থানার পুলিশ। উল্লেখ্য চলতি মাসের নয় তারিখ খড়িবাড়ি থানার পুলিশ গোপন সুত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে থানা এলাকার বাতাসীতে একটি কল সেন্টারে হানা দিয়ে তিনটি জাল আধারকার্ড সহ সোনাই সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ ধৃত সোনাইকে আদালতে পেশ করে রিমান্ডে নেবার আবেদন জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করলে পুলিশ ধৃত সোনাইকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে আরো দুজনের হদিশ পায়। মঙ্গলবার তাদের জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম প্রদীপ রায় ও অজয় প্রসাদ রায়। পুলিশ সূত্রে জানা গেছে এরা দুজন জাল আধারকার্ড তৈরির কাজে সোনাইকে সহায়তা করতো। ধৃতদের মঙ্গলবার খড়িবাড়ি থানার পুলিশ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে। এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
siliguri: জাল আধারকার্ড তৈরিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি