Breaking News

vote Alipurduar: মাদারী হাট এর উপ নির্বাচনে স্পর্শকাতর বুথ নেই ঘোষণা নির্বাচন দপ্তরের

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

vote Alipurduar: মাদারী হাট এর উপ নির্বাচনে স্পর্শকাতর বুথ নেই ঘোষণা নির্বাচন দপ্তরেররাত পোহালেই (vote ) ভোট মাদারী হাটে। এবার মাদারী হাটে উপ নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ কুড়ি হাজার ৩৪২ জন। এর মধ্যে মহিলা ভোটার ১ লাখ ১১ হাজার ৯৭০ জন পুরুষ ভোটার ১ লাখ আট হাজার ৩৬৭ জন। উপ নির্বাচনে ২৪৩১ জন নতুন ভোটার তাদের মত দান করবেন ‌। উপনির্বাচনে প্রার্থীর সংখ্যা সাত জন । যদিও মূলত লড়াই হবে তৃণমূল এবং বিজেপির প্রার্থীর মধ্যে। সরকারি ভাবে জানা গেছে মডেল বুথ রয়েছে একটি । ভোট কর্মীর সংখ্যা ১১৬০ জন কোন বুথকেই স্পর্শ কাতর বলে ঘোষণা করেনি নির্বাচন দপ্তরের আধিকারিকরা। ‌ সকাল সাতটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ‌। ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে মাদারিহাট উপনির্বাচনে । ৬৪২ জন রাজ্য পুলিশ তাদের দায়িত্ব পালন করবেন মাদারী হাট উপনির্বাচনে । ফ্লাইং স্কোয়াড টিম রয়েছে নয়টি। সার্ভিলেন্স স্কোয়াড টিম নয়টি। ২২৬টি বুথে ক্যামেরা এবং ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে ওরা নিরাপত্তা রয়েছে মাদারিহাট উপনির্বাচনে নির্বাচন দপ্তরের পক্ষ থেকে। কোনরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তার জন্য প্রশাসনিক কর্তারা সজাগ রয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।