সাধারণ মানুষ বিশেষ করে মহিলা ও শিশুদের (Jalpaiguri) নিরাপত্তায় নিয়োজিত জলপাইগুড়ি জেলা পুলিশের উইনার্স টিম বুধবার থেকে পরিবেশ বান্ধব পথে যাত্রা শুরু করলো। জেলা পুলিশ সুপার খন্ডবাহলে উমেশ গণপত জানান উইনার্স টিমকে পরিবেশ বান্ধব পথে যাত্রা শুরু করানোর লক্ষ্যে তাদের টহলদারির জন্য দেওয়া হয়েছে বৈদ্যুতিক সাইকেল। বৈদ্যুতিক সাইকেলে টহলের মাধ্যমে মহিলা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে সুরক্ষা প্রদানের পাশাপাশি রক্ষা হবে পরিবেশ। এদিন জেলা পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে উইনার্স টিমের বৈদ্যুতিক সাইকেল সহ যাত্রা শুরু করান জেলা পুলিশ সুপার খন্ডবাহলে উমেশ গণপত। উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকগন।
Jalpaiguri: জলপাইগুড়ি জেলা পুলিশের উইনার্স টীম পরিবেশ বান্ধব পথে যাত্রা শুরু করলো
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper