Breaking News

siliguri BOOK FAIR: বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুভ সূচনা হলো বিয়াল্লিশতম উত্তরবঙ্গ বই মেলা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri BOOK FAIR: বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুভ সূচনা হলো বিয়াল্লিশতম উত্তরবঙ্গ বই মেলাবর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে (BOOK ) শুক্রবার সন্ধ্যায় শিলিগুড়িতে শুভ সূচনা হলো বিয়াল্লিশতম উত্তরবঙ্গ বই মেলার। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত এই বই মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবে শনিবার। শুক্রবার শোভাযাত্রার মাধ্যমে বই মেলার শুভ সূচনা হলো। এদিনের শোভাযাত্রায় শিলিগুড়ির বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সহ বইপ্রেমী বহু মানুষ অংশ গ্রহন করেন। শোভাযাত্রায় ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব সহ শিলিগুড়ি পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের প্রতিনিধি গন। মেয়র গৌতম দেব জানান এবার উত্তরবঙ্গ বই মেলা বিয়াল্লিশ বছরে পড়লো। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে শনিবার, সেদিন উপস্থিত থাকবেন অভিনেতা অনির্বান চক্রবর্তী, লেখিকা অর্পিতা সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। এবারের মেলায় চুরান্নব্বইটি স্টল থাকবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।