শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Murshidabad: গুদামে হানা দিয়ে উদ্ধার নিষিদ্ধ কফ সিরাপ, গ্রেপ্তার তিন

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ

Murshidabad: গুদামে হানা দিয়ে উদ্ধার নিষিদ্ধ কফ সিরাপ, গ্রেপ্তার তিনমুর্শিদাবাদ জেলা (Murshidabad)পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বহরমপুর থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে থানা এলাকার নাকরাজোল গ্রামের একটি গুদামে হানা দিয়ে উদ্ধার করে পাঁচ হাজার ছশো পঞ্চাশ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে। ফেনসিডিল ব্রান্ডের এই কফ সিরাপগুলি বস্তায় করে গুদামে রাখা ছিলো। গ্রেপ্তার করা হয় তিন জনকে এরা গুদামটি ভাড়া নিয়েছিলো। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশের অনুমান ধৃতরা কফ সিরাপ পাচার চক্রের সদস্য। পাচার চক্রের সাথে যুক্ত অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।